২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে কারচুপির অভিযোগে যে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত একটি নির্দেশে সোমবার (৩০ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারকে এই তথ্য জানানো হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে- ভোট কারচুপি, কেন্দ্র দখল, পেশী শক্তি ব্যবহার করে ভোটারদের ভোট দিতে না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া ওই ১৫টি কেন্দ্র হচ্ছে- ভোটকেন্দ্র-৫৬ বরিশাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (মহিলা), ভোটকেন্দ্র-৫৮ ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ভোটকেন্দ্র-৬৭ সরকারী মহিলা কলেজ (মহিলা), ভোটকেন্দ্র-৬৮ বরিশাল সিটি কলেজ (পুরুষ), ভোটকেন্দ্র-৭৬ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-৮২ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১ (পুরুষ), ভোটকেন্দ্র-৮৩ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিযারিং কলেজ-২ (মহিলা), ভোটকেন্দ্র-৮৪ উদয়ন প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-৮৫ সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় (মহিলা), ভোটকেন্দ্র-৮৭ আরএম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ভোটকেন্দ্র-৯৪ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), ভোটকেন্দ্র-৯৯ রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১০০ রুপাতলী জাগুয়া ডিগ্রী কলেজ ও সংলগ্ন রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র-১০২ সখিনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর ভবন, ভোটকেন্দ্র-১০৭ নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন ইন্দ্রকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন