২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে চরমোনাই পীর রেজাউল করিমসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৫ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৮

বরিশালের চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিমসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মো. এছাহাক (রা:) ছেলে সৈইয়েদ রশীদ আহমদ ফিরদাউস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

মামলায় অন্যান্য বিবাদীদের মধ্যে রয়েছেন- চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মো. এছাহাক (রা:) ছেলে সৈয়দ মো. মোবারক করিম, চরমোনাইর সাবেক পীর মরহুম সৈয়দ মো. ফজলুল করিমের ছেলে বর্তমান পীর সৈয়দ মো. রেজাউল করিম তার ভাই সৈয়দ মো. মমতাজুল করিম মোস্তাক, সৈয়দ মো. মোছাদ্দেক বিল্লাহ্, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর সৈয়দ মো. ফাইজুল করিম। সৈয়দ মো. জিয়াউল করিম, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবুল খায়ের মো. ইসহাক, সৈয়দ নুরুল করিম ও সৈয়দা আফিফা খাতুনসহ ৩৩ জন।

আদালতের বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল সদর উপজেলার জে.এল ৯২নম্বর মৌজায় চরমোনাই বিভিন্ন খতিয়ান ও দাগে বাদীর ২.৬৫ একর জমি বন্টন নিয়ে বিবাদীরা টালবাহানা করতে থাকেন। পরে জমির কথা অস্বীকার করায় আদালতে বন্টন মামলা দায়ের করেন।’’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন