২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ফাঁড়ি পুকুরে ম‍াছের পোনা অবমুক্ত করলেন পুলিশ কমিশনার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৮ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০১৮

বরিশাল নগরীর আমানতগঞ্জ ও বগুড়া রোড পুলিশ ফাঁড়ির দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোশারেফ হোসেন। মঙ্গলবার (১৪ আগস্ট) উপজেলা মৎস্য অধিদপ্তর বরিশাল সদরের আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক বরিশালটাইমসকে জানিয়েছেন- বেলা ১২টার দিকে কমিশনার আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো, হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু সালেহ মো. রায়হান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাহাঙ্গির মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার ও নগর পুলিশের মুখপাত্র মো. নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (মডেল থানা) শাহনাজ পারভিন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সণ্যামত ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, অফিসার ইনচার্জ কোতয়ালি মডেল থানা নুরুল ইসলাম, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মো. আনোয়ার হোসেন, কোতয়ালি মডেল থানা ওসি তদন্ত আসাদ জামান এবং আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ টিএসআই আবু বক্কর প্রমুখ।

পরে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ কমিশনার মোশারফ হোসেন নগরীর বগুড়া রোড পুলিশ ফাঁড়ির পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।‘

বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানিয়েছেন- দুটি পুকুরে ৫০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন