১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫০ পূর্বাহ্ণ, ৩০ জুলাই ২০১৮

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হবে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এই সিটি নির্বাচনে মোট ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার ১২৩টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নগর পিতা নির্বাচিত হওয়ার জন্য বরিশালে ৬ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

তবে সাধারণ ভোটাররা মনে করছেন, মূল লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ ভোট দেবেন ১৯নং ওয়ার্ডের কালিবাড়ী রোডের সরকারি বরিশাল কলেজে। বিএনপি প্রার্থী মো. মজিবর সরওয়ার ভোট দেবেন ১ নং ওয়ার্ডের লাকুটিয়া সড়কের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন ভোট দেবেন ২১ নং ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডি. ডি. এফ সিনিয়র ও হাফেজিয়া মাদ্রাসায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুল ইসলাম ( মাহাবুব) ভোট দেবেন ৪ নং ওয়ার্ডের আমানতগঞ্জ এলাকার মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের ( বাসদ) প্রার্থী মনীষা চক্রবর্তী ভোট দেবেন ১৮ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের অক্সফোড মিশন হাইস্কুল কেন্দ্রে এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবুল কালাম আজাদ ভোট দেবেন ৪ নম্বর ওয়ার্ডেও ভাটিখানা সড়কের বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এই সব কেন্দ্রের প্রার্থীরা দিনের প্রথমার্ধে ভোট দেবেন বলে তাদের সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন