১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে যানবাহনের বিরুদ্ধে সাড়ে ৩’শ মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৩ অপরাহ্ণ, ০৭ আগস্ট ২০১৮

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গত তিন দিনে বরিশাল নগরীতে ৩৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। যাদের চালকরা এই মোটরসাইকেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি কমিশনার এএসএম ফাইজুর রহমান বলেন, ‘রবিবার নগরীর চৌমাথা এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধনের পর ওই দিনই ১১৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। পাশাপাশি সোমবার ১৪২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। যারা তাদের মোটরসাইকেল বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এছাড়া মঙ্গলবার ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সর্বমোট ৩৪৪টি মামলা এবং ৪টি গাড়ি আটক করা হয়েছে। মূলত চালকদের সাথে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলায় এই মামলাগুলো দেয়া হচ্ছে।’

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম সবসময় চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন