২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালের ৩৮ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৭

মিনিবাস মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে। তারই ধরারাবাহিকতায় ঝলকাঠিতে চলা ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। জেলা বাসটার্মিনালে সাধারণ যাত্রী ও বরিশালগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বেশি ভাড়াগুনে বিকল্পযান মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে অনেককে।

গত ৮ আগস্ট বরিশাল-পটুয়াখালি মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপনের ওপর হামলার প্রতিবাদ এবং আঞ্চলিক মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ৬ জেলায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

শিপনের ওপর হামললার ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং থ্রি-হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে মিনিবাস মালিক-শ্রমিকরা জানায়। তবে এ ধর্মঘটে ৬ জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে যানচলাচল অব্যাহত রয়েছে।”

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন