১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল ‘ল’ কলেজ অধ্যক্ষের অপসারণের দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, জাতীয় দিবস পালনে বিরোধিতা, শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষর্থীদের পুলিশি হয়রানিসহ নানা অভিযোগে বরিশাল ল’ কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জীর অপসারণের দাবিতে নানা স্লোগান দেন।

তারা বলেন, ১৫ আগস্টের আগের দিন অধ্যক্ষর কাছে আমরা দিনটি পালনের জন্য দাবি করলে তিনি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। কলেজে উনি অনিয়ম করেই চলেছেন। যে কারণে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছি।

আগামী (১৪ অক্টোবর) শনিবার থেকে এই আন্দোলন আরও বেগবান হবে বলে জানিয়েছেন বরিশাল ল’কলেজের আইন ও ছাত্র পরিষদের সভাপতি আমিনুল ইসলাম জসিম। তবে এ বিষয়ে বরিশাল ল’ কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর চ্যাটার্জী’র কোনো বক্তব্য পাওয়া যায়নি।”

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন