২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৪ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০১৮

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছর ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। ফলে পাসের হার বেড়েছে দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে বরিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক ‌শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আ‌জিম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান- এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩৩৩ কলেজের ১১৬টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছরে ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন