২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল-৩ আসনে টিপু সুলতানকে প্রার্থী ঘোষণা করলেন মেনন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১১ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০১৮

বরিশাল-৩ আসনে টিপু সুলতানকে প্রার্থী ঘোষণা করলেন মেনন

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলার খানপুরাস্থ রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন। এসময় তিনি টিপু সুলতানকে দলীয় একক প্রার্থী ঘোষণা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আব্দুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, জেলা সদস্য এনায়েত করিম ফারুক, মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা সম্পাদক টি.এম শাহজাহান, কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ওয়ার্কার্স পার্টির শাখা সম্পাদক শহিদ হাওলাদার, আনোয়ার হোসেন মাস্টার, শাহিন হোসেন, রাজা দিলীপ কুমার রায়, শাহ আলম শরীফ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, সদস্য মানিক হাওলাদার মামুন, যুবমৈত্রীর উপজেলা সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক হাসানুর রহমান পান্নু প্রমুখ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান বরিশাল-৩ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিপক্ষে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। #

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন