২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাদশাহর মধ্যাহ্নভোজে শেখ হাসিনার জন্যে আরবের ১৪ পদের খাবার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২১ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার সম্মানে ভোজের আয়োজন করা হয়। গতকাল বুধবার রাজাপ্রসাদের মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা। সেখানে তার জন্যে ১৪ পদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ভোজের আগে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, শেখ হাসিনা প্রাসাদে পৌঁছানোর পর বাদশাহ সালমান তাঁকে স্বাগত জানান। এরপর তাঁরা বৈঠক কক্ষে যান। বৈঠকের পর পরই বাদশাহ প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ভোজক্ষে প্রবেশ করেন। সেখানে আরবের খাবারের ব্যবস্থা রাখা হয়। এসব খাবার সম্পর্কে বাদশাহ নানা তথ্যও দেন প্রধানমন্ত্রীকে। খাবারের মধ্যে ছিল স্যুপ, গরু ও মুরগির মাংস, চিংড়ি, নানা ধরনের মিষ্টান্ন ও ফলের রস।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা রিয়াদের কিং সৌদ প্যালেসে অবস্থান করছেন। বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন