২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাবুগঞ্জে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে গণশুনানি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৮

“বাবুগঞ্জে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে গণশুনানি”

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাবুগঞ্জে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের গৃহীত কার্যক্রমের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন। মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন হাওলাদারের সভাপতিত্বে গণশুনানির মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা।

সংস্থার ইউনিয়ন সমন্বয়কারী প্রভাষক জামাল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. আল আমিন শেখ, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, মাধবপাশা ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দুলাল হোসেন, ইউপি সচিব জিয়াউল ইসলাম, ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি, রেখা বেগম, ওয়ার্কার্স পার্টির শাখা সম্পাদক রবীন বৈদ্য, স্বপন কুমার দাস প্রমুখ।

ওই গণশুনানিতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত পারিবারিক বিরোধ নিরসন এবং নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন বক্তারা। এসময় মাধবপাশা ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। #

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন