১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাবুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩০ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৮

সপ্তবর্ণ পাঠাগার ও বিমানবন্দর প্রেসক্লাবের একটি মানবিক উদ্যোগ-

“বাবুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প”

সুবিধাবঞ্চিত গ্রামের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সপ্তবর্ণ পাঠাগার ও বিমানবন্দর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বাবুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খানপুরাস্থ সপ্তবর্ণ পাঠাগার হলরুমে বরিশালের রিয়াল চক্ষু হাসপাতালের পরিচালনায় দিনব্যাপী ওই চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না।

সপ্তবর্ণ পাঠাগারের সভাপতি রুবেল সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা শাহিন হোসেন, রহমতপুর ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম, ইউপি সদস্য শাহিন মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হক, রিয়াল চক্ষু হাসপাতালের ম্যানেজার সুশীল চন্দ্র মালাকার, পরিচালক মাজহারুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাবের সম্পাদক রোকনুজ্জামান মিয়া, উপজেলা যুবমৈত্রীর সহ-সভাপতি আবু হানিফ, সপ্তবর্ণ পাঠাগার সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

এসময় রিয়াল চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও সিনিয়র অপটোমেট্টিক খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে ৮ সদস্যদের একটি চিকিৎসক দল মঙ্গলবার ৩ শতাধিক চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও ফ্রি ছানি অপারেশনের জন্য ২০ জন রোগীকে বাছাই করেন। বুধবার তাদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এসময় ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন রিয়াল চক্ষু হাসপাতালের ম্যানেজার সুশীল চন্দ্র মালাকার, স্টাফ নার্স আঁখি হক, প্যারামেডিক মাতঙ্গিনী রায়, স্বর্ণা রায়, রাশেদ হোসেন প্রমুখ। এছাড়াও চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৩ শতাধিক রোগীর সিরিয়াল করাসহ সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন সপ্তবর্ণ পাঠাগারের সহ-সভাপতি আলামিন খান, ইমাম হোসেন, মোঃ সোহান ও শান্তর নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। #

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন