২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘বালির নদী’তে বালির স্রোত! (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৮ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৮

ইরাকের শুষ্ক মরু অঞ্চলের এক নদী সত্যিকার অর্থেই বিস্ময় জাগিয়েছিল। এর নাম দেয়া হয়েছিল ‘বালির নদী’। কথা নেই বার্তা নেই, মরুর মধ্য দিয়ে নদীর মতো বালু বয়ে চলেছে- প্রকৃতির এই বিরল খেয়াল মানুষ দেখেছে বছর তিনেক আগে।

সেই সময়কার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। ২০১৫ সালের ১৬ নভেম্বরের ঘটনা। চরমভাবাপন্ন আবহাওয়ার কবলে পড়ে ইরাক। কয়েক সপ্তাহের ভারী বর্ষণে বন্যা হয়েছিল ইরাকে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ইরাক, মিশর, ইসরায়েল, জর্ডান এবং সৌদি আরব। প্রাণ হারিয়েছিল কয়েক ডজন মানুষ।

ইরাকে মরু অঞ্চলের শুষ্ক আবহাওয়ায় শিলাবৃষ্টিও দেখেছে মানুষ। শক্তিশালী বাতাস বইতে থাকে। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে পড়ছিল গল্ফের বলের আকারের শিলাখণ্ড।

এসব ঘটনায় বিরল এক অবস্থার সৃষ্টি হয়। মরুর বুক চিড়ে নদীর মতো বইতে থাকে বালি। দেখে মনে হয় এটা বালির কোনো নদী। রীতিমতো স্রোতস্বিনী নদী। তীব্র বেগে বয়ে যাচ্ছে বালি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন