২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাসের চাপায় হাত হারানো বরিশালের রাজীব লাইফ সাপোর্টে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০১৮

রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো সরকারি তিতুমীর কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন।

শামসুজ্জামান জানান, নিউরোলজিক্যাল অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল রাজীব শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

রাজীবের সিটি স্ক্যান ও এমআরই করার পর চিকিৎসকরা জানান, রাজীব শুধু তার ডান হাতটিই হারাননি, তার মাথার খুলির দুপাশে চিড় ধরেছে। মস্তিষ্কেও আঘাত লেগেছে। এতে তার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের পাশাপাশি পানিও জমেছে, যা সবচেয়ে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে।

গত ৩ এপ্রিল রাজধানীর বাংলামোটর এলাকায় দুই বাসের চাপায় পড়ে ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পটুয়াখালীর বাউফল উপজেলার সন্তান রাজীবের। হাতবিহীন অবস্থায় রাজীবকে প্রথমে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় পরদিন বিকেলে রাজীবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন