২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে : নৌমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন- ‘আগুন সন্ত্রাসদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। দেশে আর কোনও জঙ্গিবাদী গণতন্ত্র চলবে না। খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে, সে আওয়ামী লীগের কোনও উন্নয়ন দেখতে পায় না।’

শুক্রবার (১০ আগস্ট) বিকাল ৫টায় বরিশাল লঞ্চঘাট পাকিং প্রাঙ্গণে পাইলট বিশ্রামাগার উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘গণতন্ত্রের কথা বলে যারা ধ্বংস করে, তাদের আর ক্ষমতায় আনবে না বাংলার মানুষ। কারণ, তারা ক্ষমতায় আসলে লুটপাট করে দেশকে ধ্বংস করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।’ তিনি

আরও বলেন- ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত ক্ষমতায় থেকে শেখ হাসিনা সরকার নিম্ন-আয়ের বাংলদেশকে মধ্যম-আয়ের দেশে পরিণত করেছে। ৩০ লাখ টন খাদ্যঘাটতি পূরণ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছে।’

নৌমন্ত্রী বলেন- ‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনার সরকার আজ নিজস্ব অর্থায়নে সেই পদ্মা সেতু নির্মাণ করছে। বর্তমান প্রধানমন্ত্রীর আরও একটি স্বপ্ন, পায়রা বন্দর ও রেলপথ নির্মাণ, যার কাজ সম্পন্ন হওয়ার পথে।’ শেখ হাসিনার সরকার ১৭৮টি নদী খনন করে ২৪ হাজার কিলোমিটার নদী পথ তৈরির কাজ হাতে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ইতোমধ্যে ৩৬টি নদীর ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া, আমরা ১৭টি ফেরি ক্রয় এবং ১০টি ফেরি নির্মাণ করছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এছাড়া, বক্তব্য রাখেন- বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শহিদুল ইসলাম, নৌ-পুলিশ সুপার (বরিশাল অঞ্চল) কবির উদ্দিন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিআইডব্লিউটিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ও মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র প্রমুখ।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন