২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বিএনপি শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও রাজনীতি করছে : বাণিজ্যমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০০ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৮

শিক্ষার্থীরা নিরাপদ রাজপথের দাবিতে যে আন্দোলন করছে সেটা যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন- ‘সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি। কিন্তু বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায়। আমরা এ নিয়ে পলিটিক্স করি না। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন।’

বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা সদরে নবনির্মিত আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভোলায় বাণিজ্যমন্ত্রী

এসময় মন্ত্রী আরও বলেন- ‘বিএনপি কোনও রাজনীতির বিষয় পায় না। তাই তারা যেটা পায় সেটা নিয়েই কথা বলে। সড়ক দুর্ঘটনা মানবিক ব্যাপার। এখানে রাজনীতি টানা কারও উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এতে কোনও আপস নেই।’

চরফ্যাশন পৌরসভার অর্থায়নে চরফ্যাশন কুলসুমবাগ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কের পাশের ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশ সুপার মোকতার হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব ও বাস মালিক সমিতির সভাপতি মো. আকতার হোসেন প্রমুখ।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন