১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্বকাপের সেরা গোলের মনোনয়নে মেসি-রোনালদোর গোল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ১৬ জুলাই ২০১৮

শেষ হয়ে গেল বিশ্বকাপের এবারের আসর। ক্রোয়েশিয়াকে ফাইনালে ৪-২ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল ফ্রান্স। বিশ্বকাপে ১৬৯টি গোলের ভেতর ১২টিই এসেছে আত্মঘাতী গোলের মাধ্যমে। কিন্তু বাকি ১৫৭ গোলের প্রায় সবগুলোই ছিল মনোমুগ্ধকর।

বিশ্বকাপে শেষে সেরা গোল নির্বাচনের জন্য তালিকা প্রকাশ করলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সেই তালিকাতে জায়গা করে নিয়েছে মেসি-রোনালদোর গোলও। ফিফার ওয়েবসাইটে এই তালিকায় ভোট দেওয়া যাবে ২৩ জুলাই পর্যন্ত। দেখে নেওয়া যাক কোন গোলগুলো মনোনয়ন পেল সেরা গোলের জন্য।

ডেনিস চেরিশেভ (রাশিয়া) (১ম গোল) বনাম সৌদি আরব
আরতেম জিউবা (রাশিয়া) বনাম মিসর
ডেনিস চেরিশেভ (রাশিয়া) বনাম ক্রোয়েশিয়া
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) (৩য় গোল) বনাম স্পেন
নাচো (স্পেন) বনাম পর্তুগাল
ফিলিপে কৌতিনহো (ব্রাজিল) বনাম সুইজারল্যান্ড
দ্রিয়েস মার্টেনস (বেলজিয়াম) বনাম পানামা
হুয়ান কুয়েন্তেরো (কলম্বিয়া) বনাম জাপান
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া) বনাম আর্জেন্টিনা
আহমেদ মুসা (নাইজেরিয়া) (২য় গোল) বনাম আইসল্যান্ড
লিওনেল মেসি (আর্জেন্টিনা) বনাম নাইজেরিয়া
টনি ক্রুস (জার্মানি) বনাম সুইডেন
হেসে লিনগার্ড (ইংল্যান্ড) বনাম পানামা
রিকার্ড কুয়ারেজমা (পর্তুগাল) বনাম ইরান
আদনান ইয়ানুজাই (বেলজিয়াম) বনাম ইংল্যান্ড
এঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা) বনাম ফ্রান্স
বেঞ্জামিন পাভার্ড (ফ্রান্স) বনাম আর্জেন্টিনা
নাসের চ্যাডলি (বেলজিয়াম) বনাম জাপান

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন