২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভান্ডারিয়ায় অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১২ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০১৮

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অনার্স পরীক্ষা কেন্দ্রের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কলেজ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকালে ভান্ডারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ সম্মূখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মো. জুয়েল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষার্থী হাফিজা আক্তার, আয়শা আক্তার, বুশরা হোসেন, সাদিয়া আক্তার, কেয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন- এক স্থানে দুই ধরনের নীতি চলতে পারে না। তিন কিলোমিটার দীর্ঘ উত্তাল কঁচা নদী পার হয়ে ঝুঁকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। এতে সরকারী কলেজ শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমডি মাহবুব আলম বলেন, নিজ কলেজে তাদের পরীক্ষা দিতে সমস্যা হলে অন্য পরীক্ষার মত এই দেড় শতাধিক শিক্ষার্থীদের জন্য পৃথক একটি ভেন্যু কেন্দ্রে অনুমোদন দিলে এ সমস্যার সমাধান সম্ভব। তা না হলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হবে।

ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমান উল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে অনার্স পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেও ভান্ডারিয়া সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র এখনও পিরোজপুর জেলা সদরে বহাল রয়েছে। এর ফলে নদী পার হয়ে প্রায় ২০ কিলোমিটার দুরে জেলা সদরে পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন