২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভালাবাসা দিবসে বরিশাল পুলিশের চকলেট উপহার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আনন্দ উচ্ছ্বাসে বরিশালে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীতে চকলেট বিতরণ করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ। নগরীর কাকলীর মোড়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও যানবাহন চালকদের মাঝে এ চকলেট বিতরণ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বরিশালটাইমসকে বলেন- সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সর্ম্পক আরও দৃঢ় করার উদ্দেশে ভালোবাসা দিবসে এ ব্যতিক্রম আয়োজন।

এদিকে দিবসটি উপলক্ষে নগরীর ফুলের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভীড়। এমনকি প্রতিটি কলেজে দেখা গেছে- চোখ ধাঁধানো পোষাক পরে তরুণ-তরুণীরা এসেছেন। তাদের প্রায় সবার হতে ছিল নানা রকমের ফুল। আনন্দ উল্লাস ও দিনভর আড্ডা হাসিতে মেতে ছিল তারা।’

বুধবার সকাল থেকেই নগরীর বিনোদন কেন্দ্র ৩০ গোডাউন বদ্ধভূমি, কেডিসি, প্লানেট ওয়াল্ড, শিশুপার্ক, দুর্গাসাগর, দপদপিয়া সেতু, বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাহারী রঙের পোষাক পরে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা অবস্থান নেয়।

একে অন্যকে প্রেম নিবেদনের জন্য হাতে হাতে তাদের ফুল শোভা পায়। কেউ কেউ আড্ডা দিয়েও দিনটি পার করেছে।’’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন