২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোটের পরিবেশ দেখতে ইইউ’য়ের পর্যবেক্ষক আসছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১১ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া ও পরিবেশ দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দু’জন প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তারা সপ্তাহ খানেক এদেশে থাকবেন। নভেম্বরের শেষ সপ্তাহে তারা আসছেন বলে জানিয়েছেন ইইউ’য়ের রাষ্ট্রদূত রেনজি টেরেংকে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ এ নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া ও পরিবেশ দেখতে নভেম্বরের শেষ সপ্তাহে ইইউ’য়ের দুইজন প্রতিনিধি বাংলাদেশে আসবেন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কোনো সহযোগিতার দরকার হলে তা করবে ইইউ।

এর আগে সকাল ১১ টার দিকে ইউরোপীয় ইউনিয়নের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করে।

বৈঠকে সাতটি দেশের রাষ্ট্রদূতসহ মোট ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন