২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলার ৬ বিশিষ্ট নাগরিক পেলেন স্মার্ট কার্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৩ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০১৮

ভোলা সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ ৬জন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন। আগামীকাল থেকে পর্যায়ক্রমে এ বছরের ২৪ নভেম্বর পর্যন্ত ৯৮ দিনে সদর উপজেলার ১৩ ইউনিয়নের দুই লাখ ৯২ হাজার ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহমুদ, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন