১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় পূজা উদযাপন পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৫ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০১৮

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ প্রশাসন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এ বছর জেলায় ১০৭টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো জেলা। থাকবে পুলিশের ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি, র‌্যাব, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করবে।

এ ছাড়া উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপের স্বেচ্ছাসেবী কর্মীদের তৎপর থাকতে বলা হয়েছে বলে এস পি জানান।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সহ-পুলিশের বিভিন্ন থানার কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন