২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় বসতবাড়ি বনায়ন কর্মসূচির উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৪ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০১৮

বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় ভোলায় বসতবাড়ি বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই) ভোলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামের আলমগীর মাস্টার বাড়ির আঙিনায় বানয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বানয়ন কর্মসূচি করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মো. ফরিদ মিয়া, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সাংবাদিক আবু তাহের, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর প্রমুখ।

উপকূলীয় বন বিভাগীয় ভোলা বাস্তবায়নে জেলা প্রশাসকের সহযোগিতায় ভোলার এক হাজার ৫০০ বসতবাড়ির আঙিনায় ২০টি করে বনজ, ফলদ ও ওষুধি প্রজাতির গাছের চারা রোপণ করবে বন বিভাগ।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন