২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে গর্ভধারণ বেড়েছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে নারীদের গর্ভধারণের হার বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদফতর (এনএইচএস)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতর হাসপাতলগুলোর ওপর এক জরিপ করে দেখেছে, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারির পরিসংখ্যানে দেখা গেছে, এদিনটি উপলক্ষে সেখানে গর্ভধারণের সংখ্যা ৫ শতাংশ বেড়ে গেছে। তবে গর্ভধারণের হার ক্রিসমাসকে ছাড়াতে পারেনি।

সাধারণত প্রতি সপ্তাহে গড়ে ১৫ হাজার ৪২৭টি গর্ভধারণের ঘটনা ঘটে। ভালোবাসা দিবসের সপ্তাহে গর্ভধারণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৬ হাজার ২৬৩টি।

এনএইচএসের উপাত্ত বলছে, ভ্যালেন্টাইনস ডের চেয়ে ক্রিস্টমাসে গর্ভধারণের হার এখনো বেশি। এ ছাড়া ঈদুল ফিতরের সময়ও গর্ভধারণ অন্য সময়ের চেয়ে বেশি ঘটে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন