২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মধ্যরাতে ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা মালয়েশিয়ার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৭ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০১৮

সামাজিক মাধ্যম এবং অনলাইন ভিডিওর প্রতি আসক্তি দূর করতে রাতভর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে মালয়েশিয়ার সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

কিশোর বয়সীরা রাতভর যেভাবে অনলাইনে ভিডিও ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় বুদ হয়ে থাকছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে। তাদেরকে এসব থেকে দূরে রাখতেই মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, মূলত ১৭ বছরের কম বয়সী ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, কিশোর বয়সের ছেলে-মেয়েরা যেন দিনে এক থেকে দু-ঘণ্টার বেশি অনলাইনে না থাকতে পারে সে ব্যবস্থাই করা হবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন