২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মুন্সীগঞ্জে পদ্মা সেতুর কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৩ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৮

লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাওয়া টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে রোববার বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এ অবতরণ করেন।

এরপর বেলা ১১টা ১০ মিনিটে পদ্মা সেতুর নামফলক উদ্বোধন করেন। সে সময় ঢাকা-খুলনা মহাসড়কের চার লেনে উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এরপর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং মূল নদী শাসন কাজ সংলগ্ন স্থায়ী নদী তীরের প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন। এসময় পদ্মা সেতুর কাজ ৬০ ভাগ সম্পন্নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া টোল প্লাজা সংলগ্ন গোল চত্বরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এরপর সাড়ে ১২টায় সুধী সমাবেশে বক্তব্য শেষ করে মাদারীপুরের উদ্দেশ্যে গমন করেন।

সেখান থোকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পে গমন করবেন। দুপুরের পর পদ্মা সেতুর জাজিরা অংশে নামফলক ও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন