২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মোবাইলে উচ্চস্বরে কথা বলায় ছুরিকাঘাতে খুন!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৯ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৮

মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলায় সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক নির্মাণ শ্রমিক। এ ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। নেশাগ্রস্ত অবস্থায় সহকর্মীকে হত্যার দায়ে গ্রেফতার ওই নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দুবাইয়ের একটি অাদালত।

আদালতের নথিতে বলা হয়েছে, চলতি বছরের ৩০ মার্চ ভারতীয় বংশোদ্ভূত আমিরাত প্রবাসী আল কুসাইস (৩৭) তার সহকর্মী ও রুমমেটকে ছুরিকাঘাতে হত্যা করেন। অবৈধ মাদক রাখা ও খুনের অভিযোগ গঠন করা হয়েছে ভারতীয় ওই প্রবাসীর বিরুদ্ধে।

ওই সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ঘাতক জানান, মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেছিলেন তিনি। নিষেধ অমান্য করায় রেগে গিয়ে সহকর্মী ওই শ্রমিককে ছুরিকাঘাত করেন তিনি।

সহকর্মীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার দায়ে ভারতীয় এই নির্মাণ শ্রমিকের কঠোর শাস্তি দাবি করেছেন সরকারি আইনজীবীরা।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন