২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ম্যান অফ দ্য সিরিজ সাকিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৪ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০১৮

ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য সৌভাগ্যেরই। ডার্ক ওয়ার্থ লুইস মেথডে তৃতীয় টি টয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করায়ত্ত করেছে। টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং লিটন কুমার দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় টিম বাংলাদেশ।

শুধু তাই নয়, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দ্রুততম ৫০ রানের মাইলফলকে পৌঁছেছে বাংলাদেশ। ২২ বলেই (৩.৪ ওভার) ৫০ রান পূরণ করে ফেলে টাইগাররা।

ম্যাচ সেরা লিটন দাস অনবদ্য ব্যাটিং করে দলকে বড় স্কোরের দিকে পৌঁছে দেন। লিটন দাস মাত্র ৩২ বলে ৬১ করেন। যার স্ট্রাইক রেট ১৯০.৬২। যা জয়ে ভূমিকা রাখে। এছাড়া আরও তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় রয়েছে বাংলাদেশের। প্রতিটিই ১ ম্যাচের সিরিজ এবং ওই তিন সিরিজই নিজেদের মাটিতে।

এর মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে একটি সিরিজ জয়। এবার ক্যারিবীয়দেরকে যুক্তরাষ্ট্রের মাটিতে হারিয়ে দ্বিতীয়বারেরমত সিরিজ জিতলো টাইগাররা। ১ বা ততোধিক ম্যাচের সিরিজও দ্বিতীয়বারেরমত জিতলো বাংলাদেশ।

দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্স প্রদর্শন করার জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ম্যাচে ১০৩ রান করেন তিনি। সর্বোচ্চ ৬০ রান। উইকেট নিয়েছেন ৩টি। তবে অসাধারণ নেতৃত্বও দিয়েছেন তিনি। যদিও তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন