২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

যেনে রাখুন বিশ্বসেরা মসজিদ পরিচিতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১৩ পূর্বাহ্ণ, ২৮ জুলাই ২০১৮

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মসজিদের কোনোটি ঐতিহাসিক কারণে বিখ্যাত, আবার কোনোটি অত্যাধুনিক নকশা ও নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আলোচিত। সেসব মসজিদের পরিচিতি প্রতি শুক্রবার খোলা কাগজের পাঠকদের জন্য প্রকাশ করা হচ্ছে। আজ থাকছে…

কেরালার চেরামান মসজিদ
ভারতের কেরালায় অবস্থিত চেরামান জুমা মসজিদ। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন উপমহাদেশের প্রাচীনতম মসজিদ এটি। ৬২৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। আরবীয় বণিক ও ধর্ম প্রচারক মালিক দীনার এটি নির্মাণ করেন। স্থানীয় রাজা চেরামান পেরুমলের নাম অনুসারে এর নামকরণ করা হয়। ধারণা করা হয় খ্রিস্ট্রীয় একাদশ শতকে মসজিদটি পুনঃসংস্কার করা হয়। প্রথা অনুযায়ী অন্য ধর্মের অনুসারীরাও তাদের সন্তানদের নাম রাখার জন্য মসজিদটিতে যান। সেখানে একটি হাজার বছরের প্রাচীন তেলের বাতি রয়েছে, যেটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ভাবা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন