১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রঙে রঙে বসন্তের সাজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০১৮

আহা আজি এই বসন্তে, এত ফুল ফুটে,

এত বাঁশি বাজে, এত পাখি গায়……..

বসন্ত মানেই গাছে গাছে নতুন শাখার মেলা, ফুলে ফুলে প্রজাপ্রতির খেলা। শীতের রিক্ততাকে ভেদ করে আবার আগমন বসন্তের। কোকিল যেন তার কুহু সুরে  প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা পাঠাচ্ছে। প্রকৃতির মতোই তরুণ-তরুণীর মনে দোলা দিয়ে যাচ্ছে বসন্তের রং। তাই তো তরুণীর রঙিন সাজেও ঘটে এই বসন্তের বহিঃপ্রকাশ।  ভ্রমরের গুনগুনানিই যেন বলে দিচ্ছে বসন্তের আর বেশি দেরি নেই। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসছে ফাল্গুন। কীভাবে রাঙাতে চান নিজেকে এই ফাল্গুনে? বসন্ত মানেই প্রকৃতিতে রঙের ছড়াছড়ি। তাই এই দিন নিজেকে রাঙান প্রকৃতির রঙে। তাহলে জেনে নিন কীভাবে সাজতে পারেন এই বসন্তে।

ফাল্গুনের  পোশাক 

প্রকৃতির এই রঙের ছড়াছড়িতে থাকুক না আপনার সাজপোশাকেও একটু রঙের ছোঁয়া। বসন্তে তরুণীকে শাড়িতেই বেশি ভালো লাগে। তাই এই দিন পরতে পারেন বাহারি ব্লাউজের সাথে একরঙা, বর্ণিল পাড়ের শাড়ি। শাড়ির রং হিসেবে বেছে নিতে পারেন হালকা হলুদ জমিন ও কমলা পাড়ের শাড়ি। এ ছাড়া পরতে পারেন সবুজ জমিন হলুদ পাড়ের শাড়ি। আর এই ধরনের শাড়ির সাথে পরতে পারেন কমলা রঙের ব্লাউজ। পয়লা ফাল্গুনের শাড়ির সাথে ব্লাউজে আনতে পারেন একটু ভিন্নতা। ঘটি হাতা, খাটো হাতার ব্লাউজ এই দিন বেশ মানানসই। আপনার পছন্দমতো ব্লাউজে ছোট ঘণ্টা, কলকাও ব্যবহার করতে পারেন। ব্লাউজের গলাটা একটু বড় পরতে পারেন কম বয়সী তরুণীরা। অল্টারনেক, পেছনে কয়েক রঙের ফিতা দেওয়া স্লিভলেস ব্লাউজও পরা যেতে পারে এই দিনে। আপনি যদি এই দিন শাড়িটা এক প্যাচে পরতে চান তাহলে স্লিভলেস ব্লাউজ না পরাই ভালো। তবে পহেলা ফাল্গুনের শাড়ি পরার ক্ষেত্রে এক প্যাচেই ভালো মানাবে। এক প্যাচের শাড়ির সাথে  ব্লাউজে একটু ভিন্নতা আনতে পরতে পারেন থ্রি কোয়ার্টার হাতার সাথে গলায় কুচি দেওয়া ব্লাউজ। তবে যে ধরনের শাড়িই পরেন, তার সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজের রংটা বেছে নিন।

ফাল্গুনের মেকাপ 

মেকাপের ক্ষেত্রে এই দিনের আবহাওয়ার দিকে একটু খেয়াল রাখুন। ফাল্গুন মানেই হালকা শীতের সাথে মিষ্টি রোদ। তাই এই দিনের মেকাপ খুব বেশি গাঢ় না করে একটু হালকা রাখাই ভালো। মেকাপের শুরুতে মুখটা ভালো করে পরিষ্কার করে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর আপনার মুখে লাগিয়ে নিন একটা ম্যাট ফাউন্ডেশন। এরপর এর ওপর বুলিয়ে নিন হালকা ফেইস পাউডার। আপনার ত্বকের সাথে মিল রেখে শেড পছন্দ করুন। এ ছাড়া চোখে ব্যবহার করতে পারেন হলদে, কমলাভাব অথবা পিচ কালারের আইশ্যাডো। চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে একটু গাঢ় করে কাজল, আইলানার ও মাশকারা লাগিয়ে নিন। সবশেষে লাগিয়ে নিন লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে পিচ কালারই বেশি ভালো লাগবে। এরপর কপালে পরতে পারেন বড় লাল টিপ। আর আপনি যদি টিপে একটু ভিন্নতা চান, তাহলে ব্যবহার করতে পারেন পেইন্টিং ধাচের টিপ।

ফাল্গুনের সাজে বাহারি ফুলের গহনা 

বসন্ত মানেই প্রকৃতিজুড়েই রঙিন ফুলের সমাহার। তাই এই বসন্ত বরণে বেছে নিতে পারেন বাহারি ফুলের গহনা। বসন্ত বরণে ফুলের গহনাই বেশ মানানসই। ফুলের গহনা আপনার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলবে। তাই আপনার গহনা হিসেবে হাতে, গলায়, কানে ও কোমরে ব্যবহার করতে পারেন ফুলের গহনা। তবে ফাল্গুনে গাঁদা ফুলের গহনাই বেশি ভালো লাগবে। আপনি চাইলে খোপায় গুজে নিতে পারেন কিছু ফুল কিংবা মাথায় পরতে পারেন বাহারি ফুলের কোনো ব্যান্ড।

হেয়ার স্টাইল

চুলটা খোলাই ভালো লাগবে এমন দিনে। আর যদি কেউ চুল খোলা রাখাতে না চান, সেক্ষেত্রে হালকা করে চুলটা বেঁধে নিন। তবে এই সময়ে চুলে মেসি ভাবটা অনেক ভালো লাগবে। ফাল্গুনের পোশাকের তালিকায় আপনি যদি পশ্চিমা কোনো পোশাককে বেছে নেন তাহলে, সামনের চুলটা মেসি ভাব রাখুন আর পেছনের চুলগুলো হালকা কার্ল করে ছেড়ে দিন। আর বসন্তের সাজে ফুলের ভূমিকা অনন্য। তাই চুলগুলোকে যদি কার্ল করে ছেড়ে দিতে চান তাহলে, চুলের মধ্যে ছোট ছোট ফুল এলোমেলো করে গুজে নিতে পারেন। এ ছাড়া খোলা চুলে পরতে পারেন ফুলের কোনো ব্যান্ড। খোঁপায় গুজে দিতে পারেন কয়েকটা ফুল। আপনার চুল যদি বেশ বড় হয় সেক্ষেত্রে আপনি চাইলে চুলে বেনুনিও করে নিতে পারেন।

গহনা
বসন্তের সাজে ফুলের গহনাই পরতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে আপনার পছন্দমতো গহনাও পরতে পারবেন এই দিনে। আপনি চাইলে কানে পরতে পারেন পমপম ওয়ালা কোনো কানের দুল। এর সাথে গলায় পরতে পারেন মালা। তবে কানে ছোট দুল সেই সাথে হাতভর্তি রেশমি কাচের চুরি ভালো মানাবে। আপনি চাইলে কয়েক রঙের কাচের চুরি মিলিয়েও পরতে পারেন। এ ছাড়া পরতে পারেন মেটাল, পুতি কিংবা কড়ির গহনা।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন