২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজধানীর আদালতে বরিশালের তিন অ্যাসিড সন্ত্রাসে যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৭ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামী সুরুজ আলম খানসহ বরিশালের তিন অ্রাসিড সন্ত্রাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজধানী ঢাকার আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন- সুরুজ আলমের বন্ধু শফিউল ইসলাম রিপন এবং ছালিম হাওলাদার।

মামলার প্রধান আসামি সুরুজ আলমের বাড়ি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন সিংহেরকাঠি গ্রামে। তার বাবার নাম মোশারফ হোসেন। অন্য দুই আসামির বাড়িও বরিশাল জেলায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

আসামি সুরুজ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে অতিরিক্ত ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায় শুনিয়ে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

বাদিনী ভিক্টিম মাহফুজা আক্তার সুবর্ণা মামলার প্রধান আসামি সুরুজ আলম খানের তৃতীয় স্ত্রী। সুরুজ আলম দাঁতের মাজন, আগরবাতি ও গোলাপজল ফেরি করে বিক্রি করেন।

পারিবারিক বিরোধের জের ধরে গত বছরের ০৭ এপ্রিল ভোর পৌনে ৬টায় সময় সুরুজ আলম তার বন্ধু শফিউল ইসলাম রিপন এবং রিপনের বন্ধু ছালিম হাওলাদারকে নিয়ে স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণার শরীর, মাথা, বুকে ও মুখে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে বাদিনীর ছোট মেয়েও আহত হয়।

এ ঘটনায় রাজধানীর রুপনগর থানায় অ্যাসিড মামলা দায়ের করেন সুবর্ণা।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন