১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রুহুল আমিনকে দুদকে তলব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৫ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এবং জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুদক থেকে পাঠানো এক নোটিশে আগামী ১৮ সেপ্টম্বর তাদেরকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকেও তলব করা হয়েছে। উপপরিচালক শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে মোরশেদ খান ও তার স্ত্রীকে তলব করা হয়েছে।

একইদিন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রুহুল আমিন হাওলাদারকে তলব করা হয়েছে।

প্রণব কুমার জানান, সিটিসেলের নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে তলব করা হয়েছে।

২০১৭ সালের ২৮ জুন এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদি হয়ে বনানী থানায় এই মামলা দায়ের করেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন