২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রোজার আগেই বাজারে বাড়ছে পেঁয়াজ ও রসুনের দাম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৩ অপরাহ্ণ, ০৩ মে ২০১৮

রোজার আগেই রাজশাহীর বাজারে পেঁয়াজ ও রসুনের দাম বাড়তে শুরু করেছে। চার থেকে পাঁচ দিনের ব্যবধানে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে আট থেকে ১০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজের তুলনায় রসুনের দাম একটু বেশি বেড়েছে।

বুধবার বিকেলে সরেজমিন রাজশাহী নগরীর মাস্টারপড়া পাইকারি বাজারে গিয়ে দেখা যায় দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে ও ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর রসুন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। অথচ ১০ দিন আগেও দেশি পেঁয়াজ ৩০ ও রসুন ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এ ব্যাপারে পেঁয়াজ বিক্রেতা মো. আফাজ বলেন,‘গুদামজাত করার কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। এখন ১৯০ টাকা পাল্লায় (৫ কেজি) পেয়াজ বিক্রি করতে হচ্ছে। আর রসুন বিক্রি করতে হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। আমরা তো পাইকারি ব্যবসা করি। আমাদের চেয়েও বড় বড় ব্যবসায়ী আছেন,যারা দাম বাড়ায়।’

পেঁয়াজ ক্রেতা রাসেল মাহমুদ বলেন,‘মাত্র কয়েকদিন আগে পেঁয়াজ ৩০ টাকা ছিল। ব্যবসায়ীরা রোজার অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়েছে। প্রতি বছরই পেঁয়াজের দাম বাড়ায় ব্যবসায়ীরা। এতে আমাদের মতো নিম্ন মধ্যবৃত্ত পরিবারের মানুষদের অনেক সমস্যা হয়।’

ক্রেতা হাসনা বানু বলেন,‘রোজা আসলে ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু করে। রোজায় পেঁয়াজ, রসুন, বেগুন, শসা এগুলোর দাম এমনিতেই বেড়ে যাবে। কিন্তু মন্ত্রীরা বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে। কিন্তু দাম তো ঠিকই বাড়ে ।’

তিনি আরও বলেন,‘রাজশাহীর বাজার মনিটরিং করা হয় না। রোজা আসলে প্রশাসনের পক্ষ থেকে নাম মাত্র কয়েকদিন অভিযান চালানো হয়। কিছু ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রোজা শেষ এ অভিযানও শেষ।’

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাদরুল ইসলাম বলেন,‘আমদানি কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তা পর্যাপ্ত নয়। আমদানি করা পেঁয়াজের কারণে বাজারে দাম সহনশীল থাকে। আমদানি স্বাভাবিক হলে দাম কমবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী জানান, বাজার মনিটরিং বিষয়ে রমজান মাসে ঢাকা থেকে নির্দেশনা আসবে। এছাড়া পুরো রমজান মাস জুড়ে অভিযান অব্যাহত থাকবে।

তবে রাজশাহীর বাজারে পেঁয়াজ-রসুনের দাম বাড়ার কারণে জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন