২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

লালমোহনে মধ্যরাতে বোমা নিক্ষেপ, পুলিশের গুলি বর্ষণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ০৬ অক্টোবর ২০১৮

ভোলার লালমোহনে মধ্যরাতে অবৈধ সমাবেশে পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ৪ রাউ- শর্টগানের গুলি ছোঁড়ে। শুক্রবার রাত ১২টার পর উপজেলার গজারিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ ও ২ জনতা আহত হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটের দিকে গজারিয়া স্কুল মাঠে একশ থেকে দেড় শতাধিক লোক জড়ো হয়। সেখানে তারা গোপন পরিকল্পনার চেষ্টা করে বলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানকে নিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় অবৈধ সমাবেশকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের উদ্দেশে ৪ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনায় পুলিশের এসআই সিরাজুল ইসলাম, এসআই গণেশ, কনস্টেবল জসিম ও বিজন আহত হয়। এছাড়া জামাল হোসেন পিন্টু ও বজলুর রহমান নামে দুই জনতাও আহত হন। ওসি মীর খাইরুল কবির আরও জানান, এ ঘটনায় ৭ জনকে চিহ্নিত করা গেছে। বোমা নিক্ষেপ ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই সিরাজ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।”

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন