২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শেষ ম্যাচে বাংলাদেশই এগিয়ে থাকবে : তামিম ইকবাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৮

টি-টোয়েন্টি ক্রিকেটের অঘোষিত সেরা দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব টি-টোয়েন্টির সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়নও তারাই। মারকাটারি সব ব্যাটসম্যান আর কার্যকরী বোলারদের নিয়ে গড়া ক্যারিবীয় দল টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষের একটি।

আর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগেই কিনা আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে বাংলাদেশ! হ্যাঁ, অবাস্তব নয়। আসলেই ফ্লোরিডার লডারহিলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

এর কারণও ব্যাখ্যা করেছেন তামিম। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ব্যাকফুটে ছিল বাংলাদেশ। মোমেন্টাম ছিল ক্যারিবীয়দের সাথে। কিন্তু ফ্লোরিডায় টাইগারদের ঘুরে দাঁড়ানো জয়ে সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে বাংলাদেশ। এমন কথাই জানান তামিম।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপে তামিম বলেন, ‘অবশ্যই! আপনি যদি দেখেন আমরা যেভাবে ওয়ানডে সিরিজ শেষ করেছি, সেই ধারাবাহিকতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা আরো ভালো খেলা উচিৎ ছিল। কিন্তু আমরা সেভাবে পারিনি। তবে আমরা সবসময়ই জানি যে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। আজকের ম্যাচটাই এর একটা উদাহরণ ছিল।’

এসময় দল হিসেবে খেলার গুরুত্ব জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি দল হিসেবে খেলতে পারি তাহলে যেকোন দিন যেকোন দলকেই হারাতে পারি। প্রতিপক্ষ যতোই শক্তিশালী কিংবা বিশেষজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া হোক না কেন। অবশ্যই এই ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাসটা তাদের চেয়ে বেশি থাকবে।’

তবে রোববারের জয়ের তুষ্টি নিয়ে সোমবারের ম্যাচে নামার ইচ্ছে নেই দেশসেরা ওপেনারের। তার মতে সোমবার হবে নতুন, সবকিছু করতে হবে নতুন করে। দলের প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারলেই সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন তামিম।

তিনি বলেন, ‘খেলাটাই এমন। আগামীকাল (সোমবার) আবার নতুন করে খেলা হবে। আবার নতুন করে সব শুরু করতে হবে। যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা জিতে গেছি বলেই কালও জিতে যাবো এমন কিছু নয়। আমাদের আবার সব শুরুর থেকে করতে হবে। যাদের যেটা দায়িত্ব সেটা পুরোপুরি পালন করতে হবে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন