২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সাগরে বিধ্বস্ত হলো চুরি করা বিমান! (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৮ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০১৮

এয়ারলাইন্সের এক কর্মচারী সিয়াটল-টেকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রীবাহী বিমান নিয়ে পালিয়ে গেছেন। এরপর বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। এর আগে, বিমানটি চুরির ঘটনায় ওই বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিমান চুরি করে পালিয়ে যাওয়ার পর তা সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে আর কোনো আরোহী ছিল না।

তবে বিমানটি নিয়ে যে ব্যক্তি পালিয়েছে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায় নি কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, এটা কোনো ‘সন্ত্রাসী ঘটনা নয়’। ২৯ বছর বয়সী স্থানীয় এক লোক এ ঘটনায় জড়িত।

আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ-৪০০ এর একটি বিমান চুরি হয়েছে।

এদিকে, সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে বিমানটিকে বিমানবন্দরের কাছ দিয়ে উড়ে যেতে দেখা গেছে।

সূত্র: বিবিসি

https://youtu.be/CHee8MoBc_0

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন