২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সাগর মোহনায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবি, ২৬ জেলে উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৯ অপরাহ্ণ, ২০ সেপ্টেম্বর ২০১৮

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা১১টার দিকে সাগর মোহনায় ঝড়-বাতাসের কবলে পড়ে একটি ট্রলার ডুবে যায়। এর আগে বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরও দুটি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারের ২৪জেলেকে উদ্ধার হলেও  ট্রলার তিনটি উদ্ধার করা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের সাগর মোহনায় রাক্ষুসিয়া জলসীমানায় ঢালচর এলাকার আবুল বাশার মাঝির ট্রলার ৬ জেলে নিয়ে বুধবার রাত একটার দিকে ডুবে যায়।

রাত দুইটার দিকে উপজেলার চেয়ারম্যানবাজার এলাকার রুবেল মাঝির একটি ট্রলার ১২ জেলে নিয়ে ডুবে যায়।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢালচর এলাকার রবি আলম মাঝির ট্রলার ৬জন জেলে নিয়ে ডুবে যায়। মাছ ধরা অবস্থায় থাকা স্থানীয় জেলেরা নিজস্ব ট্রলার দিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার বরিশালটাইমসকে বলেন, নিম্নচাপের প্রভাবে সাগর মোহনায় একাধিক জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেলেও তিনটির খবর নিশ্চিত করা গেছে।

ওই তিনটি ট্রলারের জেলেদের উদ্ধার সম্ভব হলেও ট্রলারগুলো উদ্ধার হয়নি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন