২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সাবেক মেয়র হিরনের টাকায় নির্বাচন করছেন জাপা মেয়র প্রার্থী তাপস?

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১১ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০১৮

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের অর্থ চুরির অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির এই নেতা বিগত সময়ে হিরনের কাছাকাছি থেকে অর্থ আত্মসাত করেন বলে সর্বত্র প্রচার করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিশেষ করে বরিশাল মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট পোস্ট করায় তা ভাইরাল হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিতে যাওয়া তাপস কি আসলেই হিরনের কোন অর্থ চুরি বা আত্মসাত করেছেন কী না।

যদিও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের স্বজনদের পক্ষ থেকে এই বিষয়ে কোন মন্তব্য আসেনি।

নিশ্চিত হওয়া গেছে- সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না তার ব্যবহৃত ফেসবুকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের ছবি সংবলিত একটি পোস্ট করেন।

সেখানে তাকে ‘চিটার হিসেবে আখ্যায়িত করে’ ওই পোস্ট উল্লেখ করেন ‘এই জাতীয় পার্টির তাপস যে সাবেক মেয়র শওকত হোসেন হিরনের টাকা আত্মসাত করেছিলেন। যার কারণে হিরন ভাই সুচিকিৎসার অভাবে ইহলোক ত্যাগ করেছেন। সে কি না আবার মেয়র নির্বাচন করতে আসছেন।’’

এই পোস্টটি সাথে সাথে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী বশির আহম্মেদ ঝুনু তার ফেসবুকে শেয়ার করেছেন।

এছাড়াও তাপসকে বিষাদগার করে একাধিক ছাত্রলীগ নেতা তাদের ফেসবুকে পোস্ট কমেন্ট করেছেন। বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিমও এই ধরনের একটি পোস্ট করেছেন। সেখানেও তাপসকে চিটারসহ নানাভাবে উপস্থাপন করা হয়েছে।’

তবে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলছেন- বিষয়টি সম্পর্কে কিছু জানা নেই। তাছাড়া তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন