২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ নিতে ২৫ বিএসএফ সদস্য বাংলাদেশে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৫ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০১৮

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিএসএফের প্রতিনিধিদলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়।

সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশ নিতে ১১ দিনের জন্য প্রতিনিধিদলটি ভারত থেকে বাংলাদেশে এসেছেন। বিএসএফের কমান্ডার সুনীল কুমারের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধিদলে ১০জন কর্মকর্তা ও ১৫ সদস্য রয়েছেন।

বিএসএফের প্রতিনিধিরা বেনাপোল চেকপোস্টে পৌঁছালে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৯) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক।

বিএসএফের দলটি চট্টগ্রাম বিজিবি ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে ১১ দিনের প্রশিক্ষণে অংশ নেবে।

প্রতিবেশী দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে যৌথভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সেসব বিষয় এ প্রশিক্ষণে শেখানো হবে বলে জানা গেছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন