২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সোনার স্যুট, টাই ও জুতা পরে এলেন বর!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০১৮

বিয়েতে মেয়েদের সোনায় মুড়ে দেবার চল বহুদিনের। মেয়ে বা বৌকে দেওয়া সোনার পরিমানেই বোঝা যায় বিত্তের বহর। সবসময় নজর কেড়ে থাকেন বৌয়েরাই। তবে সেই ট্র্যাডিশন ভেঙে অন্যরকম কিছু চেয়েছিলেন লাহোরের বিখ্যাত ব্যবসায়ী সালমান শাহিদ। সদ্য বিয়ে করেছেন।

রিসেপশন বা ওয়ালিমাতে নিজেই পরে এলেন প্রায় ৬৩ হাজার টাকা মূল্যের সোনা ও রত্নখচিত স্যুট। তাতে ক্রিস্টাল বসাতে খরচ পড়েছে ১৬ হাজার টাকা। সঙ্গে মানানসই সোনার টাই ও ১৭ লাখের সোনার জুতা।

ব্যস! সবার চোখ আটকে বরের দিকেই। এই ছবিই ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়।

জানা গেছে, ৩২০ গ্রাম সোনায় তৈরি বুটটির মূল্য পাকিস্তানি মুদ্রায় প্রায় ১৭ লাখ, জুতাসহ মোট পোশাকের মূল্য ২৫ লাখ টাকা।

সাধারণত বিবাহ উৎসবে কনেকেই বেশি সোনার গয়না পরানো হয়, বরের অঙ্গে সোনা বলতে গলার হার, আঙটি বোতাম বা ব্রেসলেটেই সীমাবদ্ধ। এত দামী ও অভিনব পোশাকের কারণ জিজ্ঞাসা করায় বরের উত্তর, তিনি সবসময় সোনার জুতা পরতে চাইতেন। অন্যরা সোনার মুকুট বা হার পরেন। কিন্তু তিনি ধনসম্পত্তিকে পায়ের ময়লা মনে করেন। তাই সোনার জুতা পরার মাধ্যমে সোনাকে পায়েই রেখে দিতে চান।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন