২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৯৪২ হজযাত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৮ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০১৮

হজ ফ্লাইট শুরুর পর থেকে গত ৪ দিনে ৫৭টি ফ্লাইটে মোট ২০ হাজার ৯৪২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি ও সৌদি এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইটে এ সব যাত্রীদের পরিবহন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৪২ জন ও বেসরকারি ব্যবস্থানায় ৬ হাজার ৯ জনসহ মোট ১০ হাজার ২৫১ জন এবং সৌদি এয়ারলাইন্সে বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৬৫১ জন সৌদি গেছেন। ঢাকার আশকোনা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

চতুর্থ দিনে (মঙ্গলবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টিসহ মোট ১২টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করছে। ইতোমধ্যেই এ দুটি এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ১৮০টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৫৯৯ জন ও অবশিষ্ট যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন ব্হন করবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন