২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তিরা জোট বেঁধেছে : বরিশালে মেনন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১০ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তিরা আজ জোট বেঁধেছে। ওয়ান ইলেভেনের প্রেতাত্মা এবং বিএনপি, জামাতি আর বামাতিরা এখন একট্টা হয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হবে না। বাংলার মানুষ আর আগুন সন্ত্রাস চায় না। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট চায় না। দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চায় না। বাংলার মুক্তিকামী জনতাকে বোকা ভাবলে ভুল হবে। তারা সব জানে এবং বোঝে। মেহনতি জনতা সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দেবে। রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জের খানপুরায় রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।

জনসভায় রূপ নেওয়া ওয়ার্কার্স পার্টির ওই কর্মী সমাবেশে এসময় মন্ত্রী মেনন সরকার বিরোধীদের উদ্দেশ্য করে আরও বলেন, সাহস থাকলে নির্বাচনে আসুন। জনগনের সমর্থন নিয়ে পারলে ক্ষমতায় বসুন। বিদেশি প্রভূরা আপনাদের ক্ষমতায় বসাতে পারবে না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আর কখনো পূরণ হবে না। উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এমপি টিপু সুলতান বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার বানিয়ে ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতি-দুঃশাসন, খুন-গুম, সন্ত্রাস-জঙ্গিবাদ আর লুটপাটে দেশকে বারবার চ্যাম্পিয়ন বানিয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নে চ্যাম্পিয়ন করেছেন। বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন। গত ১০ বছরে মানুষের মাথাপিছু গড় আয় বেড়েছে তিনগুণ। তাই উন্নয়ন চাইলে, ভালো থাকতে চাইলে বর্তমান সরকারকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে হবে।

উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অধ্যাপক নজরুল হক নীলু, কেন্দ্রীয় সদস্য কমরেড আবদুল খালেক, বরিশাল জেলা সদস্য এনায়েত করিম ফারুক, মোজাম্মেল হক ফিরোজ, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ প্রমুখ।

এসময় ওয়ার্কার্স পার্টির শাখা সম্পাদক মো. শহিদ হাওলাদার, আনোয়ার হোসেন মাস্টার, রাজা দিলীপ কুমার রায়, শাহিন হোসেন, আবদুল আজিজ মাস্টার, খলিলুর রহমান, মতিউর রহমান কালু, সম্রাট মজুমদার, কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা মানিক হাওলাদার মামুন, উপজেলা যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্রমৈত্রীর জেলা সম্পাদক রুবেল কাজী, উপজেলা আহবায়ক এইচ.এম আলী হোসেন, রাকিবুল হক পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথি রাশেদ খান মেনন উপস্থিত হলে ওয়ার্কার্স পার্টির ওই কর্মী সভাটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন