২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘হাতে মোবাইল থাকলে এই লেনে চলুন’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ণ, ১১ জুন ২০১৮

রাস্তাঘাটে প্রায়ই কিছু মোবাইল পাগল দেখা যায়, যারা মোবাইল ছাড়া পৃথিবীর অন্য সবকিছুর কথা ভুলে যায়। আর এভাবে প্রচুর দুর্ঘটনাতেও পড়তে হয় তাদের। এমনকি কানে ইয়ারফোন লাগিয়ে আনমনে রেললাইনে চলতে গিয়ে ট্রেনের নিচে পড়েও বহু মোবাইল ব্যবহারকারী নিহত হয়েছে। মোবাইল ব্যবহারকারীদের এ বিপদ থেকে বাঁচাতে নতুন এক আইডিয়া নিয়ে এগিয়ে এসেছে চীন।

চীনের জিয়ান অঞ্চলের বাসিন্দাদের এ ঝামেলা থেকে বাঁচাবে আলাদা লেন। রাস্তার ফুটপাথের একপাশ দিয়ে আলাদা একটি লেন দেওয়া হয়েছে শুধু মোবাইল ব্যবহারকারীদের জন্য। সে রাস্তার ওপর মোবাইলের ছবি এঁকে বুঝিয়ে দেয়া হয়েছে, রাস্তাটির বিশেষত্ব। সেখানে মোবাইল হাতে বেখেয়ালে হাঁটাচলা করলেও আর কোনও সমস্যা নেই।

তবে এ আইডিয়া শুধু চীন নয় বিশ্বের আরো কিছু শহরে রয়েছে। জানা যায়, ইউরোপের বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের কোনো কোনো শহরে আগেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

মোবাইল-আসক্ত মানুষজনের জন্য চীনের এই রাস্তা যেন আশীর্বাদ হয়ে এসেছে। এ রাস্তায় তারা ইচ্ছেমতো মোবাইল নিয়ে চললেও বিপদ নেই। তবে মোবাইল ব্যবহারকারীরা বেখেয়ালে লেন ছেড়ে বের হয়ে গেলে কিন্তু বিপদ আরো বেড়ে যেতে পারে!

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন