২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

১০ হাজারেরও বেশি নতুন গ্রহের খোঁজ মিলবে শিগগির

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ১০ আগস্ট ২০১৮

এবার ১০ হাজারেরও বেশি অজানা গ্রহের সন্ধান দেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০১৮ সালের ১৮ এপ্রিল নাসা লঞ্চ করেছিল গ্রহ সন্ধানকারী ডিভাইস, TESS (Transiting Exoplanet Survey Satellite)৷ যেটিতে সহয়তা করেছিল SpaceX Falcon 9 রকেট। সম্প্রতি, TESS গবেষকরা একটি আনুমানিক ধারণা সামনে আনেন। তাঁরা জানান, দুই বছরের বেশি সময় ধরে চলা মিশনে ডিভাইসটির (TESS) মাধ্যমে আমাদের সৌর জগতের বাইরে ভিন্ন ভিন্ন সৌর জগতে দশ হাজারের বেশি গ্রহের খোঁজ পাওয়ার সম্ভবনা রয়েছে।

খবরটি সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে বেশ কৌতহলী হয়ে ওঠে সাধারণ মানুষ। ২৫ জুলাই গ্রহ সন্ধানকারী ডিভাইসটি একটি ধুমকেতুর সন্ধান পায়। যদিও, প্রথম থেকেই স্পেস উদ্যোক্তাদের মধ্যে এর পূর্বাভাস ছিল। তবে, গবেষেকের দলটি এখন অবশ্য পরবর্তী ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ডিভাইসটির মূল লক্ষ্য থাকছে পুরো আকাশকে স্ক্যান করে নতুন গ্রহদের সন্ধান করা। কিন্তু, সহজ নয় পুরো বিষয়টি।

তাহলে কীভাবে সম্ভব হবে গ্রহের খোঁজ? ডিভাইসটির মধ্যে থাকা আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রোগ্রামগুলিই খুঁজে বের করবে অজানা গ্রহগুলিকে। একাধিক মানুষ নাসার এই গ্রহ সন্ধানের মিশনটির প্রতি যথেষ্ট আত্মবিশ্বাসী ও আশাবাদী। TESS উদ্যোক্তারা দাবি করেন, গ্রহ খোঁজার দুই বছরের মিশনটি শেষ হওয়ার পর বহু অজানা গ্রহ সর্ম্পকে মানুষ অবহিত হতে পারবেন। যাদের বেশিরভাগের আকার হবে নেপচুনের থেকে ছোট।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন