২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৪৮ টিমের বিশ্বকাপ হবে ২০২৬ সালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৫ অপরাহ্ণ, ২০ জুলাই ২০১৮

বিশ্বকাপ ফুটবলে আরো বৈচিত্র্য আনতে ধীরে ধীরে দলের সংখ্যা বাড়াচ্ছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সমস্যাও বাড়বে বলে মনে করছেন অনেকেই।

২০২৬ সালের বিশ্বকাপ হবে ৪৮ দলের, এ সিদ্ধান্ত গত বছরই জুরিখে ফিফা কাউন্সিলের সভায় নেওয়া হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্ন ছিল বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণ। শেষ পর্যন্ত তা সফল হতে যাচ্ছে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে এটি বাস্তবায়ন হবে না। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ সিদ্ধান্তে খুবই আনন্দিত বলে জানিয়েছেন।

কিভাবে হবে সেই বিশ্বকাপের গ্রুপ পর্ব? এ প্রশ্নে জানা গেছে, আসরে তিন দলের ১৬টি গ্রুপে প্রাথমিক পর্ব শেষে ৩২ দল নিয়ে হবে নক আউট পর্ব। এতদিন ১৬ দল নিয়েই হয়েছে ফুটবলের এই মহাযজ্ঞ। তাতে আরও ১৬ টি দল যোগ হবে।

তবে এ সিদ্ধান্তে খুশি নন সবাই। অনেকেই বলছেন এতে জটিলতা বাড়বে। তবে ফিফার বক্তব্য, এতে অনেক দলের অংশগ্রহণ হবে এবং প্রতিযোগিতাও বাড়বে।

আগে যেখানে টুর্নামেন্টে ৬৪টি খেলা হত সেখানে তা বেড়ে ৮০তে দাঁড়াবে। এতে ফিফার বিভিন্ন স্বত্ত্ব বিক্রি করে আয়ও বাড়বে। এছাড়া বেশি দল খেলায় ফুটবল আরো বৈশ্বিক হয়ে উঠবে বলেও মত ফিফার।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন