২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

৫০০ কেজি করে চাল পাবে ২৫০০ বৌদ্ধ মন্দির

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৫ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৮

আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে দেশের ২২টি জেলার ২ হাজার ৫০০টি বৌদ্ধ মন্দিরে বিতরণের জন্য এক হাজার ২৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। সে হিসাবে প্রতিটি মন্দির ৫০০ কেজি হারে চাল পাবে।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ত্রাণ হিসেবে এসব চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব প্রবারণা পূর্ণিমা বা আশ্বিনী পূর্ণিমা ২৪ অক্টোবর।

বরাদ্দপত্রে বলা হয়েছে, আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে দেশের ২২টি জেলার ২ হাজার ৫০০টি বৌদ্ধ মন্দিরে আগত ভক্তদের আহার্য বাবদ (প্রতিবৌদ্ধ মন্দিরে ৫০০ কেজি হারে) বিতরণের জন্য জেলা প্রশাসকদের বরাবর এক হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেয়া হল।

বরাদ্দ পাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী ও সিলেট।

বরাদ্দপত্রে আরও বলা হয়, জেলা প্রশাসক তার জেলাধীন বৌদ্ধ মন্দিরের সংখ্যা, আকার, ব্যাপকতা, আর্থিক সামর্থ্য/স্বচ্ছলতা/দারিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলাওয়ারী ত্রাণ চাল দেবেন। মন্দির সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরকে অবহিত করতে হবে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন