২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুজিব আদর্শের সাহসী সৈনিক হিমেল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৯ পূর্বাহ্ণ, ২৮ মে ২০১৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের দুরন্ত সাহসী মুজিব সৈনিক রেজওয়ানা হিমেল। কর্মনিষ্ঠা এবং আদর্শের প্রতি একনিষ্ঠ কর্মী হয়ে নিরলস শ্রমের মাধ্যমে পবিপ্রবি’র আঙ্গিনায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা ধারণকারী জনকল্যাণকামী একজন নেত্রী হিসেবে। পবিপ্রবি শাখা ছাত্রলীগের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মুখ তিনি।

পবিপ্রবিতে ছাত্রলীগের রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন নির্লোভ, সৎ, ত্যাগী ও সাহসী নেত্রী। মেধাবী এবং নেতাকর্মীদের কাছে জনপ্রিয় নেত্রী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সভাপতির দায়িত্ব পালন করছেন। সৌম্য-শান্ত-নম্র অথচ দৃঢ়চেতা মনোভাবের এক মূর্তপ্রতীক, যিনি সময়কে প্রভাবিত করতে পেরেছেন আপন কীর্তি দ্বারা। পরিশ্রমী ও পরিচ্ছন্ন মুজিব আদর্শের সৈনিক হিসাবে সে এখন পবিপ্রবি ছাত্রসমাজের জনপ্রিয় নেত্রী।

স্কুলজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির সিঁডিতে পা রাখেন হিমেল। এগিয়ে যান নেতাকর্মীদের ভালোবাসা আন্তরিকতা আর সহযোগিতা নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই পারিবারিক সূত্রে মুক্তিযুদ্ধের চেতনায় স্নাত আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সচেতন তিনি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই নেত্রী। সাধারণ ছাত্রছাত্রীর ভালোবাসায় রাজপথের এই লড়াকু যোদ্ধা দিনে দিনে ছাত্রলীগের প্রতিটা কর্মীর কাছে হয়ে উঠেছেন অসাধারণ ও নির্ভরযোগ্য এক মুজিব আদর্শের পথিকৃৎ।

রেজওয়ানা হিমেল বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুসারে পবিপ্রবি’র ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করতে চাই। ছাত্রলীগের মতো সংগঠনে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর সেই সঙ্গে সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।’

তিনি আরো বলেন, ‘শুধু একজন নেত্রী হিসেবে নয়, একজন সাধারণ ছাত্রী হিসেবে আমি চাই ক্যাম্পাসে সবসময় শিক্ষার ভালো পরিবেশ বজায় থাকুক। ক্যাম্পাসে শিক্ষার উত্তম পরিবেশ বজায় রাখতে আমি সব ধরনের কাজ করে যাবো।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পবিপ্রবি শাখার সাংগঠনিক অবস্থা বর্তমানে অতীতের যেকোনো সময়ের আরও সুদৃঢ় ও শক্তিশালী। অগ্রযাত্রা অব্যাহত ও মুজিবীয় আদর্শিক ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করতে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন হিমেল। ভবিষ্যতেও তার এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করি।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন