২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানের সংবাদ সম্মেলন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৮ অপরাহ্ণ, ১৬ জুলাই ২০১৮

মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ঝালকাঠির নলছিটিতে সংবাদ সম্মেলন করেছেন মো. মোহাসীন হাওলাদার নামে একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরের একটি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন ও দেশ গড়ার স্বার্থে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার অন্য কোনো বিকল্প নেই। ১৯৭৫ এর পর দীর্ঘদিন পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বন্ধ ছিল। তৎকালীন সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের মুক্তিযোদ্ধা কোটা চালু করেন। মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী, রাজাকার, আলবদরের সন্তানদের চিহ্নিত করে তাদের অবিলম্বে সরকারি চাকরি থেকে অপসারণ ও ভবিষ্যতে চাকরিতে নিয়োগ না দেয়ার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৩০ শতাংশ কোটাসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র প্রদত্ত সব সুযোগ-সুবিধা বহাল রাখার আহ্বান জানান তিনি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন