বার্তা পরিবেশক, অনলাইন::: কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুনপল্লী এলাকার আগুন লেগে একটি আবাসিক ভবন সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ এলাকাবাসী আহত হয়।
শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় নতুনপল্লীর পুরো আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও এলাকাবাসী অংশ নিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের অনেক আবাসিক স্থাপনা আগুন থেকে রক্ষা পায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে শহরের বত্রিশ নতুনপল্লী এলাকার জনার্ধন সরকারের তালাবদ্ধ আবাসিক টিনসেড বাসা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ আগুন মুহূর্তের মধ্যে পুরো বাসায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে এ বাসাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ড সূত্রপাতের কারণও জানা যায়নি।
এলাকাবাসী জানায়, জনার্ধন সরকার এ বাড়িটি বিক্রি করে দেয়ার পর থেকেই তালাবদ্ধ অবস্থায় ছিল।
দেশের খবর