দহন আর শান্তি অগ্নির দুটি ধর্ম্
গ্রাস ও গ্রহন যে তার দুটি কর্ম্।
পাপী আর তাপী এই অগ্নির কাছে
দুনিয়ার সকল কিছু নিমিষেই মিছে।
আগুনের প্রজ্জ্বলনে ধরনী হয় আলো
আগুনেরই অনপস্থিতেই আবার আধার ঘন কালো।
দেহে আছে দাহ তার,মর্মে দাহ মুক্তি
এই অগ্নিকেই আবার কত জনে করে মহা ভক্তি।
আগুনই পোড়ায়, আগুনই জুড়ায়
প্রয়ানের পরে সনাতনী দেহ আগুনেই পোড়ায়।
অগ্নিই স্বর্গ্, অগ্নিই নরক জনম জনমের তরে
কাউকে দেয় আলো আবার কাউকে দেয় নি:স্ব করে।
এমনি করিয়া যুগ-যুগান্তর ধরে
মানুষ অগ্নির পরম পূজা করে।
সাহিত্য